অ্যাসিড মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, অ্যাসিডদগ্ধ নারী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় অ্যাসিড মামলার আসামির বাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগে অ্যাসিডদগ্ধ গৃহবধূ রিপা খাতুনকে (৩৫) আটক করা হয়েছে। পরে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আটকের পর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিথুলিয়া গ্রামের বাদশা মিয়ার সঙ্গে প্রতিবেশী আবু তাহেরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ২০২০ সালের ১৭ জুন দুপুরে আবু তাহেরের স্ত্রী রিপা খাতুন অ্যাসিডদগ্ধ হন। এ ঘটনায় বাদশা মিয়া ও তাঁর ছেলে মাসুদ রানাসহ চারজনের নামে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রহুল আমিন খান তিনজনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে শুধু মাসুদ রানার নামে আদালতে অভিযোগপত্র দেন। বর্তমানে মামলার সব আসামি আদালত থেকে জামিনে মুক্তি আছেন। এতে ক্ষুব্ধ হয়ে অ্যাসিডদগ্ধ গৃহবধূ রিপা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যায় বাদশা মিয়ার বাড়ির আঙিনার খড়ের স্তূপে অগ্নিসংযোগ করে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন রিপাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় বাদশা মিয়ার ছেলে বাদী হয়ে রিপা খাতুন ও তাঁর স্বামী আবু তাহেরসহ চারজনের নাম মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিপাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানাহাজতে আটক থাকা অবস্থায় রিপা খাতুন বলেন, ‘অ্যাসিড নিক্ষেপকারী আসামিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আমি জড়িত নই। এলাকার মানুষ সন্দেহ করে আমাকে আটক করে পুলিশে দিয়েছে।’

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করে প্রতিবেদন দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তিনি বলেন, জনতার হাতে আটক রিপা খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।