আকাশে ওড়ানো হলো ২৬ বক পাখি

হবিগঞ্জ জেলার মানচিত্র
প্রথম আলো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হাওরে বুধবার সকালে অভিযান চালিয়ে পাখিশিকারিদের হাত থেকে ২৬টি বক উদ্ধার করেছে প্রশাসন। এ অভিযানের খবর পেয়ে শিকারিরা তাঁদের সরঞ্জাম রেখে আগেই পালিয়ে যান।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে কিছু ব্যক্তি বেশ কিছুদিন ধরে পাখি শিকার করে আসছিলেন। বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে জানানো হলে আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে শিবপাশা, বিরাট ও জলসুখা হাওরে অভিযান চালানো হয়। এ সময় শিকারিদের আটক করা ২৬টি বক পাখি উদ্ধার করেন তাঁরা। প্রশাসনের কর্মকর্তাদের অভিযানে আসার তথ্য জানতে পেরে শিকারিরা পাখি ও শিকারের সরঞ্জাম রেখে পালিয়ে যান। পরে জব্দ করা ২৬টি বক আকাশে উড়িয়ে দেওয়া হয়। পুড়িয়ে ফেলা হয় শিকারের সরঞ্জাম।

আজমিরীগঞ্জের ইউএনও মতিউর রহমান খান বলেন, পাখি শিকার আইনত নিষিদ্ধ। হাওরে পাখি শিকার বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।