আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ

জয়পুরহাট জেলার মানচিত্র
প্রতীকী ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জয়পুরহাটের আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটা থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। এর আগে ৭ জুন জেলার তিনটি পৌরসভায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জয়পুরহাট, পাঁচবিবি ও কালাই পৌরসভা এলাকায় বিধিনিষেধ চলছে। তিনটি পৌরসভায় বিধিনিষেধের যেসব নির্দেশনা কার্যকর রয়েছে, নতুন করে দুটি পৌরসভায় একই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত পৌরসভা এলাকার সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ওষুধসহ জরুরি সেবা আওতামুক্ত থাকবে। পৌর এলাকার লোকজন বিকেল পাঁচটা থেকে পরদিন ছয়টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না। ৩০ জুন পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট চালু থাকবে। তবে একটি গরুর হাট কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বসবে। সেখান থেকে ক্রেতা-বিক্রেতারা গরু কেনাবেচা করবেন।

পাঁচবিবি পৌরসভার বাসিন্দা আলম হোসেন বলেন, দুই সপ্তাহ পাঁচবিবির গরুর হাট বন্ধ থাকার পর গতকাল বসেছিল। গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের প্রচণ্ড ভিড় ছিল।

গরুর হাটের বিষয়ে জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, ২১ জুন পর্যন্ত জয়পুরহাট ও পাঁচবিবির গরুর হাট বন্ধের বিধিনিষেধ ছিল। এখন থেকে একটি গরুর হাট কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বসবে। গরুর হাটে যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয়, সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।