আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা আরও একজনের করোনা শনাক্ত

আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা মোট ২৬ জন ভারতফেরত বাংলাদেশি করোনা পজিটিভ হলেন। তাঁদের মধ্যে দুজনের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার ফল ইতিমধ্যে নেগেটিভ এসেছে।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা নতুন করে করোনা পজিটিভ হওয়া ওই ব্যক্তি পুরুষ, তাঁর বয়স ৪৬ বছর। দেশে ফেরার পর তাঁকে জেলা শহরের তাজ হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। ২৪ মে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য সহকারী করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করেন। একই দিন স্থলবন্দর দিয়ে এসে করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে থাকা আরও দুই ব্যক্তির ফলোআপ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। তাঁদের নমুনা পরীক্ষার ফলাফলও আজ দ্বিতীয় দফায় পজিটিভ এসেছে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের অনুমতিপত্র নিয়ে আটকা পড়া যাত্রীরা যাতায়াত করছেন
ফাইল ছবি

এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ নতুন করে ২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এই স্থলবন্দর দিয়ে এদিন ভারতে গেছেন দুজন। ভারতফেরত বাংলাদেশিদের ব্রাহ্মণবাড়িয়ায় স্থান সংকুলান না হওয়ায় কুমিল্লায় কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুই দেশে আটকে পড়া যাত্রীরা উভয় দেশে নিযুক্ত হাইকমিশনারের অনুমতি এবং দুই দেশের সরকারের কিছু নির্দেশনা অনুসরণ করে যাতায়াত করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে আজ ২৯ মে পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ১ হাজার ১৬৭ জন দেশে প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে ২৪২ জন ব্রাহ্মণবাড়িয়ার ১০টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। গতকাল শুক্রবার পর্যন্ত ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ৫৭১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।