আখাউড়া স্থলবন্দরে তিন দিনের জন্য আমদানি–রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে তিন দিনের জন্য আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে
ছবি: প্রথম আলো।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে তিন দিনের বাণিজ্যিক ছুটি। সোম থেকে বুধবার পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মে দিবস উপলক্ষে গত রোববার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আর ঈদুল ফিতর উপলক্ষে সোম থেকে বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি হয় সবচেয়ে বেশি। আগামী বৃহস্পতিবার থেকে পুরোদমে বন্দরে আমদানি-রপ্তানি শুরু হবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, ঈদ থাকলেও আখাউড়া সীমান্ত দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ঈদের বন্ধ যাত্রীদের যাতায়াতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক দিন ধরে বাংলাদেশে কর্মরত অনেক ভারতীয় নাগরিক সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে গেছেন।