আখাউড়া স্থলবন্দরে ভারতীয় দম্পতিকে জরিমানা

আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পোশাক আনার অপরাধে এক দম্পতিকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা জহিরুল হক এই জরিমানা করেন। পরে জরিমানা আদায় করে ভারতীয় ওই দম্পতিকে ছেড়ে দেওয়া হয়।

স্থলবন্দর কাস্টমস বিভাগ সূত্রে যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভারতীয় ধনঞ্জয় দে ও রূপা দে দম্পতি ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাঁদের কাছে বড় আকারের পাঁচটি ব্যাগ ছিল। স্থানীয় এক ব্যবসায়ী বিষয়টি গোপনে কাস্টমস কর্তৃপক্ষকে জানান। পরে কাস্টমস কর্মকর্তারা এসে তাঁদের ব্যাগ তল্লাশি করে ৬৫টি থ্রি–পিস, ২০৬টি টি–শার্ট ও ১৮টি জিনস প্যান্টসহ ভারতীয় মোট ২৯৪টি পোশাক উদ্ধার করেন।

এ বিষয়ে ভারতীয় নাগরিক ধনঞ্জয় দে বলেন, ‘ব্যবসার জন্যই এসব পণ্য দেওয়া হয়েছে। আমি শুধু পণ্য বহন করার মালিক। আর কখনো বাংলাদেশে আসিনি। আমাকে চট্টগ্রাম যেতে বলা হয়েছে। এর বাইরে কিছুই জানি না।’

সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জহিরুল হক প্রথম আলোকে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পোশাক আনায় ওই দম্পতিকে মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জরিমানা আদায় করে দুজনকে ছেড়ে দেওয়া হয়।