আখাউড়ায় আন্তনগর ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আন্তনগর গোধূলী ট্রেনে ঢিল (পাথর) ছোড়ার অপরাধে দুই বখাটে তরুণকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রোববার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
ওই দুই তরুণ হলেন আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মো. আলাউদ্দিন (২৩) ও নবীনগর উপজেলার বড়াইল গ্রামের জাবেদ মিয়া (২১)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি গতকাল সন্ধ্যা সাতটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে ট্রেনকে লক্ষ্য করে ঢিল (পাথর) ছোড়া হয়। এ সময় রেলওয়ে স্টেশন এলাকায় দায়িত্বরত পুলিশ ঘটনাটি দেখতে পায়। পরে ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় হাতেনাতে ওই দুজন তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, চলন্ত ট্রেনে ঢিল ছোড়া মারাত্মক অপরাধ। এতে যেমন রাষ্ট্রের সম্পদের ক্ষতি হয়, তেমনি মানুষের জীবনও বিপন্ন হয়। যেকোনো যাত্রী বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন। দুজনকে রেলওয়ে আইন অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।