আগুন পুড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

আগুন
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে মারা গেছে তিন বছরের শিশু বিনায়েত নাথ। এ ছাড়া আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে। উপজেলার পারুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটাখালী মধ্যম নাথপাড়া এলাকায় গতকাল সোমবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়ার স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, রান্নাঘরের চুলার আগুন থেকে বিধান নাথ, বিকাশ নাথ, প্রদীপ নাথ, সুজিত নাথ, সুকুমার নাথ, ঝন্টু নাথ ও টুন্টু নাথের সাতটি বসতঘর পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়ে মারা যায় এক শিশু।

মৃত শিশুর বাবা বিধান নাথ বলেন, আগুনের শিখা মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা যে যেভাবে পেরেছেন ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় শিশু বিনায়েতকে ঘরে খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার আগুনে পুড়ে শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।