আটা মজুত করে বেশি দামে বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

বগুড়া জেলার মানচিত্র

বগুড়ায় একটি ফ্লাওয়ার মিল থেকে আগের দামে আটা কিনে মজুতের পর বর্ধিত দামে বিক্রির দায়ে পাইকারি দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের নামাজগড় এলাকার ভাই ভাই ট্রেডার্স এবং বিনোদ ট্রেডার্স নামের ওই দুটি পাইকারি দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় ২০ বস্তা আটা জব্দ এবং দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ পরিদর্শক আবু তাহের।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাতুল নাইম বলেন, সীমা ফ্লাওয়ার মিল নামের আটার মিল থেকে এপ্রিল মাসে আগের দামে আটা কিনে মজুত করে নামাজগড় এলাকার ভাই ভাই ট্রেডার্স এবং বিনোদ ট্রেডার্স। এসব আটা এখন বস্তাপ্রতি ৫০০ টাকা বেশি দরে বিক্রি করছিল প্রতিষ্ঠান দুটি।

জান্নাতুল নাইম আরও বলেন, অতিরিক্ত মুনাফার লোভে আটা মজুত করে বেশি দামে বিক্রি করায় ওই দুই প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ভাই ভাই ট্রেডার্স থেকে ১৯ বস্তা এবং বিনোদ ট্রেডার্স থেকে এক বস্তা পুরোনো দামে কেনা আটা জব্দ করা হয়েছে।