আতিলা বিলে দিনব্যাপী মাছ ধরার উৎসব

টাঙ্গাইলের বাসাইলের কাউলজানী ইউনিয়নের আতিলা বিলে এভাবেই চলে মাছ ধরার উৎসব। ৯ জানুয়ারি
ছবি: সংগৃহীত

‘ঝপ ঝপাঝপ পলো বাও/ মজার মজার মাছ খাও’, ‘এসো ভাই মিলে, মাছ ধরি বিলে’ সমস্বরে এসব নানান স্লোগানে, হইহুল্লোড়ে টাঙ্গাইলের বাসাইলের আতিলা বিলে মাছ ধরার উৎসব হয়েছে।

গতকাল শনিবার দিনব্যাপী বাসাইল উপজেলার কাউলজানী চকপাড়ায় অবস্থিত ওই বিলে এলাকাবাসী এই উৎসবের আয়োজন করেন। এতে বাসাইলসহ আশপাশের কয়েক উপজেলার মৎস্যপ্রেমীরা অংশ নেন।

কাউলজানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী জানান, উপজেলার আতিলা, নুন্ধা, নিরাইল, বার্থা, কাতিল, ডুবাইল বিলসহ কয়েকটি বিলে প্রতিবছর মাছ ধরা উৎসব পালন করা হয়। গতকাল শনিবার দিনব্যাপী আতিলা বিলে মাছ ধরার উৎসবে বাসাইল ছাড়াও আশপাশের সখীপুর, কালিহাতী, ময়মনসিংহের ভালুকা, ফুলবাড়িয়াসহ বিভিন্ন উপজেলার শত শত লোক পলো, জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হন। বিভিন্ন ধরনের জারি-সারি গান গেয়ে হইহুল্লোড় করে নানা স্লোগান দিয়ে মাছ শিকারে অংশ নেন তাঁরা। এই উৎসবে অনেকেই বোয়াল, মিনার কার্প, শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ শিকার করেন।

সখীপুর উপজেলা শৌখিন মৎস্য শিকারি সমিতির সাবেক সভাপতি আবুল সরকার আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ‘আমি শনিবার আমার সমিতির ১১ জন সদস্য নিয়ে ওই বিলে প্রতিবছরের মতো এবারও মাছ ধরতে যাই। আমার দলের সদস্যরা বোয়াল, শোল, রুইসহ বেশ কিছু মাছ ধরেছে। আসলে মাছ বেশি বা কম পাওয়াটা বিষয় নয়। মাছ শিকারে আনন্দটাই অন্য রকম। এটাকে আপনারা একপ্রকার নেশাও বলতে পারেন।’

বাসাইলের রাসরা গ্রামের আবদুর রশিদ বলেন, ‘সবাই মিলে মাছ ধরার মধ্যে একটা আনন্দ রয়েছে। প্রতিবছর এমন উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকি। প্রথমে উৎসবের তারিখ নির্ধারণ করা হয়। পরে হাটবাজারে ঘোষণা করে সবাইকে জানিয়ে দেওয়া হয়। এরপর নির্ধারিত তারিখে সবাই ওই বিলে গিয়ে মাছ ধরার উৎসবে হাজির হন।’

স্থানীয় কাউলজানী গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন বলেন, ‘প্রতিবছর এই বিলে বাসাইল ছাড়াও সখীপুর, কালিহাতী ও ময়মনসিংহ থেকে বিভিন্ন লোক মাছ ধরতে আসে। আমরা স্থানীয়রাও মাছ ধরা উৎসবে অংশ নিয়ে তাদের উৎসাহিত করি।’

বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলীদ ইসলাম বলেন, মাছ ধরা বাঙালির সংস্কৃতির একটি অংশ। আদিকাল থেকে মানুষ মাছ ধরে আনন্দ পায়। খাল–বিলের পানি শুকিয়ে যাচ্ছে। এখন বিলগুলোতে মাছ ধরার মোক্ষম সময়। আনন্দের সঙ্গে, হইহুল্লোড় করে মৎস্যপ্রেমীরা বিভিন্ন রকমের জাল নিয়ে মাছ ধরতে বিলে নেমে যান।