আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ট্রেনে কাটা পড়া
প্রতীকী ছবি

বগুড়ার সান্তাহার জংশনের পাশে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার পুলিশ। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, সকাল ১০টার দিকে চিলাহাটী থেকে রাজশাহীগামী বরেন্দ্র আন্তনগর এক্সপেস ট্রেনটি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।