আনোয়ারায় খননযন্ত্র জব্দ, জরিমানা ৫০ হাজার

প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শঙ্খ নদে অবৈধভাবে বালু তোলার সময় একটি খননযন্ত্র (ড্রেজার) জব্দ ও খননযন্ত্রের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শঙ্খ নদের মোহনা থেকে চানখালী খালের মুখ পর্যন্ত এলাকায় অবৈধভাবে বালু তুলে আসছিল একটি চক্র। এতে নদের ভাঙন বেড়ে গেলেও বন্ধ হচ্ছিল না বালু উত্তোলন। ফলে রোববার বিকেলে গহিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি খননযন্ত্র জব্দ করা হয়েছে এবং খননযন্ত্রের মালিককে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

এ বিষয়ে তানভীর হাসান চৌধুরী বলেন, অবৈধভাবে বালু তোলায় খননযন্ত্র জব্দ ও যন্ত্রের মালিককে জরিমানা করা হয়েছে। এই অভিযান শঙ্খ নদজুড়ে চালানো হবে।