আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুর রহমান (৬২)। গতকাল শনিবার রাতে তিনি মারা যান। এর আগে শুক্রবার রাত একটার দিকে মারা যান আরব আলী (৫০) নামের একজন। নিহত দুজনই চাচা-ভাতিজা।

৯ মে সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইসহাক সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন।

স্থানীয় সূত্র জানায়, ৯ মে ইফতারের আগে দোকান থেকে একটি গ্যাস সিলিন্ডার এনে লাগানো হয় আহমদ হোসেনের ঘরে। সিলিন্ডারটি লাগানো হলেও সেটির পিন আলগা থাকায় ক্রমাগত গ্যাস বের হতে থাকে। ওই সময় পরিবারের লোকজন গ্যাস বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু ওই সময় পাশের ঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে গ্যাস সিলিন্ডারের দিকে। মুহূর্তেই আগুনে দগ্ধ হন চারজন।

ঘটনার পর আবদুর রহমান (৬২), মো. আরব আলী (৫০) ও মো. ফরহাদকে (১৯) ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আর আহমদ হোসেনের স্ত্রী তানজিনা আক্তারকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ঢাকায় দুজনের মৃত্যু হলো।

নিহত আরব আলীর ভাই আহমদ হোসেন বলেন, ঘরে গ্যাস সিলিন্ডার লাগানোর সময় লিকেজে গ্যাস বের হয়। ওই গ্যাস থেকে আগুনে দগ্ধ হয়ে আহত হওয়া চারজনের মধ্যে দুজন মারা গেলেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের আহমেদ বলেন, হতাহতের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।