আনোয়ারায় স্বাস্থ্য সহকারীদের টানা কর্মবিরতি, দুর্ভোগ

নিয়োগবিধি সংশোধন করে বেতনবৈষম্য নিরসনসহ চার দফা দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। এ কারণে উপজেলার টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ আছে। দুর্ভোগে পড়েছেন সেবাপ্রত্যাশীরা।

গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে উপজেলা কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন। তাঁদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নতি করতে হবে।

গতকাল সোমবার পাঁচ দিনের শিশুকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা দেওয়ার জন্য নিয়ে যান মা নুরজাহান আখতার। এসেই দেখেন হাসপাতালে টিকা কার্যক্রম বন্ধ। এ রকম ভোগান্তিতে পড়েছেন অনেকে।

আনোয়ারা উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান উদ্দীন বলেন, ‘গরু–ছাগলকে টিকা দিয়ে অনেকে ডিপ্লোমা বেতন ভোগ করছে। কিন্তু আমরা শিশু, মা ও অন্তঃসত্ত্বা মায়ের টিকা দিয়ে বঞ্চিত হচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজ করব না। কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলবে।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ সাইফুদ্দিন বলেন, বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি পালন করে আসছেন স্বাস্থ্য সহকারীরা। এতে টিকাদানসহ বিভিন্ন কাজে বিঘ্ন ঘটছে।