আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন উপাচার্য

মঙ্গলবার সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়
প্রথম আলো

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য কোষাধ্যক্ষ আবদুল লতিফ। পূর্বনির্ধারিত সময় আজ মঙ্গলবার বিকেল চারটায় এ বৈঠক শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বৈঠকটি হওয়ার কথা থাকলেও এটি শাহজাদপুর মহিলা কলেজের একটি কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে ঢোকার আগে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র মো. আবু জাফর।

এই বৈঠকে রুটিন দায়িত্বে থাকা উপাচার্য আবদুল লতিফের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলে আবু জাফর ছাড়াও রয়েছেন পাপন, শামীম, সিরাত, আম্মার, সাদ ও আরেফিন।

এর আগে গতকাল সোমবার বিকেলে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। এদিকে আজ সকাল থেকেই পৌর শহরের বিসিক মোড় এলাকায় শাহজাদপুর মহিলা কলেজে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী একাডেমিক ভবন-১-এর সমানে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে। তাঁদের মুখপাত্র আবু জাফর বলেন, সংকট সমাধানে উপাচার্য তাঁদের সঙ্গে আলোচনা করবেন। আলোচনা শেষে তাঁরা পরবর্তী কর্মসূচি দেবেন।

১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

এর আগে গত রোববার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ৩০ জন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিকেল চারটার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটক তালাবদ্ধ করে বাইরে অবস্থান করেন শিক্ষার্থীরা। দিবাগত রাত একটা পর্যন্ত অবরুদ্ধ থাকায় বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। রাত একটার পর শিক্ষকেরা বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে পুলিশের হস্তক্ষেপে রাত দুইটার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা খুলে দেওয়ার পর তাঁরা বাসায় যান। নারী শিক্ষকদের বাসায় পৌঁছে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে শুক্রবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস বলেন, ‘রোববার বিকেলে আমরা শিক্ষার্থীদের বোঝাতে এসেছিলাম। এর পর থেকে রেজিস্ট্রারসহ আমরা ৩০ জন শিক্ষক-কর্মকর্তা অবরুদ্ধ হয়েছিলাম। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর আমরা মুক্ত হয়েছি।’