আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন

করোনা পরিস্থিতি শুরুর প্রায় এক বছর পর আইনমন্ত্রী আনিসুল হক নিজের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন। রেলওয়ে জংশন স্টেশন, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ৫ মার্চ সকাল
প্রথম আলো

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন বা পরিবর্তন করার বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন।’

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে এক পথসভায় বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী ওই কথা বলেন।

এর আগে পথসভায় বক্তৃতায় আনিসুল হক বলেন, আপনাদের সাহসে প্রধানমন্ত্রী সাহসী হয়ে পদ্মা সেতু বাংলাদেশের মানুষের অর্থে নির্মাণ করছেন। কারও কাছ থেকে টাকা নিতে হয়নি। বাংলাদেশের অর্থনীতির মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নত দেশ হিসেবে পরিচিত হবে।

আইনমন্ত্রী বলেন, সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে থাকি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। আপনারা দেখেছেন ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত তিনি দেশটা কোথা থেকে কোথায় নিয়ে গেছেন। বাংলাদেশ গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এটা শেখ হাসিনার পরিশ্রম ও আপনাদের সহযোগিতায় হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্বে করোনাভাইরাসের মহামারিতে ২৫ লাখ লোক মারা গেছেন। আমরা আর কাউকে হারাতে চাই না। করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি।’ মন্ত্রী সবাইকে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন আইনসচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া প্রমুখ।

এর আগে মন্ত্রী ঢাকা থেকে ট্রেনে চেপে সকাল সোয়া ১০টার দিকে আখাউড়া রেলস্টেশনে নামেন। পরে তিনি সড়কপথে কসবা যাওয়ার জন্য আখাউড়া ত্যাগ করেন।