আফসানা জেনে যেতে পারল না জিপিএ-৫ পাওয়ার খবর

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের আফসানা হাবিব এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কিন্তু সে এ খবরটি শুনে যেতে পারেনি। প্রয়াত শিক্ষার্থী আফসানার ফলাফল ঘোষণা করে সহপাঠী ও শিক্ষকেরা এক মিনিট নীরবতা পালন করেন। বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

করোনা পরিস্থিতির কারণে এবার ফলাফল ঘোষণা নিয়ে উৎসবের আমেজ ছিল না সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে। হাতে গোনা যে কজন শিক্ষার্থী আসে বিদ্যালয়ে, তাদের মধ্যেও অনেকের মন ছিল ভারাক্রান্ত। তাদের সহপাঠী আফসানা হাবিব এবার জিপিএ-৫ পেয়েছে। কিন্তু এ খুশির খবরটি শুনে যেতে পারল না সে। গত ২৫ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে মারা যায় আফসানা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের মাঠে ফলাফল ঘোষণার পর আফসানাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন বিদ্যালয়ের শিক্ষক ও আফসানার সহপাঠীরা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহানা বেগম বলেন, আফসানার পরীক্ষার ফল দেখে আরও খারাপ লেগেছে। মনের অজান্তে চোখের পানি চলে আসে। আফসানা মেধাবী শিক্ষার্থী ছিল। ছোট্ট জীবনে বড় অর্জনটি সে দেখে যেতে পারেনি।

আফসানার সহপাঠী শামিমা আক্তার বলেন, ‘আমরা একই বিভাগে ছিলাম। আজ ক্যাম্পাসে এসে মনের অজান্তেই তাকে খুঁজে বেড়িয়েছি। পরে মনে পড়ল সে আর আমাদের মাঝে নেই। এরপর শিক্ষকেরা তার ফলাফল ঘোষণা করেছেন। আফসানা জিপিএ-৫ পেয়েছে। কিন্তু তাকে কীভাবে অভিনন্দন জানাব। তার কোনো ঠিকানা তো আমাদের কাছে নেই।’

আফসানা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের রসুলপুর গ্রামের আহসান হাবিব ও সাজেদা আলীর দম্পতির বড় মেয়ে। আহসান বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ জন্য পরিবার নিয়ে তিনি সিলেট নগরের মিরাবাজার এলাকায় বসবাস করেন।

আহসান বলেন, গত ২৩ নভেম্বর তাঁর মেয়ের পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পরই সে বলেছিল জিপিএ-৫ পাবে। ২৪ নভেম্বর সকালের পর হঠাৎ বমি করতে থাকে। সন্ধ্যার দিকে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক বলেছিলেন, বদহজমের কারণে এমনটি হতে পারে। ওষুধপত্রসহ স্যালাইন দেওয়ার জন্য বলা হয়। ২৫ নভেম্বর সকালে মেয়েকে কিছুটা সুস্থ দেখাচ্ছিল। পরে বিকেলের দিকে ফোনে খবর পান, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বাড়ি ফিরে দেখেন আফসানার শ্বাসকষ্ট হচ্ছে। সে তখন কথাও বলতে পারছিল না। সঙ্গে সঙ্গে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।