আমাদের টাকার অভাব নেই, অভাব ইমানের: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের টাকার কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন পরিল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘আমাদের টাকার কোনো অভাব নেই, অভাব ইমানের। আমরা লোভ সামলাতে পারি না, সুযোগ পেলেই নয়ছয় করি।’

গতকাল শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার দুর্গম হাওর এলাকায় একটি হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সমাবেশে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। উপজেলার জগদল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২০১৩ সালে উদ্বোধন হলেও দীর্ঘ সাত বছরেও কার্যক্রম শুরু হয়নি। পরিকল্পনামন্ত্রী বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টদের এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। হাসপাতালটি চালু হওয়ায় দুটি উপজেলার ৫০টি গ্রামের মানুষ এখন সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জগদল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নানু মিয়া।

পরে জগদল এলাকার মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বক্তব্যে তিনি বলেন, ‘একটি গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনো আপস নেই। যারা বাংলাদেশ চায়নি, তারা হলো রাজাকার। রাজাকারদের বিরুদ্ধে আমাদের লড়াই। অন্য সবাই রাজনীতি করবে। আমাদের সঙ্গে সম্পর্ক, ওঠাবসা থাকবে। সবাই সরকারের উন্নয়নে শামিল হতে পারবে।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এম এ মান্নান আরও বলেন, ‘দেশজুড়ে উন্নয়ন হচ্ছে। ৪০ হাজার কোটি টাকায় পদ্মা সেতু হচ্ছে। ২০ হাজার কোটি টাকায় ঢাকা-সিলেট সড়কের উন্নয়ন হবে। সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে, বিশ্ববিদ্যালয় হবে, জেলা শহরে রেললাইন আসবে। হাওরে উড়ালসড়ক হবে। সামনে অনেক কাজ, এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র, কোন্দল, দলবাজি ছাড়তে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনার পরিষ্কার কথা—গরিব মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করতে হবে।’