আমি নিজেই ভোট দিতে পারিনি, বললেন কাউন্সিলর প্রার্থী

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪, ১৫ ও ২১ সংরক্ষিত নারী ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের লালখান বাজার ইস্পাহানি মোড়ে ভোট বর্জনের ঘোষণা দেন মনোয়ারা বেগম।

মনোয়ারা বেগম বলেন, ‘আমি নিজেই ভোট দিতে পারিনি। কেন্দ্র আমার কোনো এজেন্ট ও নেতা-কর্মী যেতে পারেনি।’

ভোটকেন্দ্রের বাইরে মনোয়ারা বেগমকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংরক্ষিত এই নারী ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আঞ্জুমান আর।

মনোয়ারা বেগমের ভোট বর্জনের ঘোষণা আগে লালখান বাজার এলাকায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনে আজ ভোট হচ্ছে। সকাল আটটায় ভোট শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত টানা ভোট চলবে।

মোট ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২৯টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের ৫৮ শতাংশ। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিতে নিরাপত্তার দায়িত্বে আছেন পুলিশের নয় হাজার সদস্য।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী সাতজন। কাউন্সিলর প্রার্থী ২২৫ জন।

মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির শাহাদাত হোসেনের মধ্যে। দুজনই প্রথমবারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে, চট্টগ্রামের মানুষ আজকের ভোটে একজন নতুন মেয়র পেতে যাচ্ছেন।