আমের নামে পিকআপে করে গাঁজা নিচ্ছিলেন দুই যুবক

নওগাঁর মহাদেবপুর ‍উপজেলার নওহাঁটা মোড় এলাকায় তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব
ছবি: সংগৃহীত

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। গতকাল শুক্রবার রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাঁটা মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব বলছে, পিকআপ ভ্যানে আম পরিবহনের জন্য ব্যবহৃত ক্যারেটে (ঝুড়িতে) ১০০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন ওই দুই যুবক।

গ্রেপ্তার দুই যুবক হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের বাসিন্দা আবুল কালাম (২৯) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ঋষিপাড়া গ্রামের বাসিন্দা সুপত ঋষি (৩২)।

র‍্যাব-৫ রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের কমান্ডার মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে ঢাকা থেকে আসা একটি পিকআপ ভ্যানে করে গাঁজা চোরাচালানের খবর পায় র‍্যাব। পরে মহাদেবপুর নওহাঁটা মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। রাত ১০টার ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ক্যারেটের ভেতর পলিথিনে মোড়া অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই দুই যুবককে আটক করা হয়।

এ ঘটনায় মহাদেবপুর থানায় আজ শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‍্যাব। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন আহমেদ বলেন, আজ সকালে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।