আমেরিকাপ্রবাসী পরিচয় দিয়ে বিয়ে ও টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

আমেরিকাপ্রবাসী পরিচয় দিয়ে রাজশাহীর এক তরুণীকে বিয়ে করে সাড়ে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সাইফুল খান শামীম ওরফে জুম্মন খানের (৪০) বাড়ি মাদারীপুরের কালকিনি থানার বজরুসার গ্রামে। তিনি ঢাকার মুগদাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, মুঠোফোনের মাধ্যমে রাজশাহীর এক তরুণীর সঙ্গে সাইফুল খানের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাইফুল আমেরিকাপ্রবাসী পরিচয় দিয়ে ওই তরুণীকে বিয়ে করেন। তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়ার কথা বলে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তরুণী গত ১৯ সেপ্টেম্বর রাজশাহী নগরের পবা থানায় একটি মামলা করেন। সাইবার ক্রাইম ইউনিট মামলাটি পর্যালোচনা করে প্রযুক্তির মাধ্যমে আসামিকে শনাক্ত করে।

এই মামলার সূত্র ধরে পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। রোববার রাতে মতিঝিল থানা-পুলিশের সহায়তায় ফকিরাপুল এলাকা থেকে সাইফুল খানকে গ্রেপ্তার করা হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, আজ সোমবার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওসি জানান, মাদারীপুরে আসামির বাবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর বাবা জানিয়েছেন ২৫ বছর ধরে পরিবারের সঙ্গে তাঁর (সাইফুল খান) কোনো সম্পর্ক নেই।