আলমডাঙ্গায় পরাজিত বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা, পাঁচ পুলিশ আহত

হামলাকারীরা পুলিশের দুটিসহ ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করেছে
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত বিদ্রোহী প্রার্থী নাজমুল হুসাইনের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে ইউনিয়নের ডাউকি স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটেছে।

নাজমুল হুসাইনের সমর্থকদের অভিযোগ, নবনির্বাচিত চেয়ারম্যান তরিকুল ইসলামের লোকজন এ হামলা চালিয়েছেন। এদিকে হামলার পর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করলে তরিকুল ইসলামের সমর্থকেরা পাল্টা মিছিল বের করেন। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে হামলার ঘটনায় নাজমুল হুসাইন আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনার পর সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে চেয়ারম্যানের সমর্থকেরা পাল্টা মিছিল বের করার উদ্যোগ নিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশের একজন পরিদর্শকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁরা হলেন আলমডাঙ্গা থানার পরিদর্শক (অপারেশন) শেখ মাহবুবুর রহমান, উপপরিদর্শক শরিয়তউল্লাহ, সহকারী উপপরিদর্শক শরিফুল ইসলাম এবং কনস্টেবল মামুন ও শাওন আহত হন। হামলাকারীরা পুলিশের দুটিসহ ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছুড়েছে।

অভিযোগের বিষয়ে জানতে আজ তরিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এসব ঘটনায় নাজমুল হুসাইনের পক্ষ ছাড়াও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে।