আ.লীগ নেতাকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর ছবি’

প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে সাবেক অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা সাখাওয়াৎ হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর ছবি’ প্রচার করা হচ্ছে। এ অভিযোগে গতকাল শনিবার রাতে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডিতে বলা হয়, ‘আমি মুক্তিযুদ্ধে শহীদের সন্তান। সৈয়দপুর শহরে আমার বাবা শহীদ ডা. শামসুল হক সড়ক নামে একটি সড়ক রয়েছে। নীলফামারী জেলা আওয়ামী লীগের সাবেক সহসাধারণ সম্পাদক আমি। বর্তমানে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য। ২০১৫ সালে নৌকা প্রতীক নিয়ে সৈয়দপুর পৌর নির্বাচনে অংশগ্রহণ করি।

এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হই। সামনে পৌরসভা নির্বাচন আসন্ন। এ অবস্থায় শহীদ দিলনেওয়াজ ভাই নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে নানা মিথ্যাচার করা হচ্ছে। ফটোশপের মাধ্যমে আমার সঙ্গে নারীর ছবি জুড়ে দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।’

এসব ‘আপত্তিকর অপপ্রচারের’ পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের সহযোগিতা চান সাখাওয়াৎ হোসেন।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’