আ.লীগে রাজাকারের সন্তান, এটি লজ্জার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরে মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাংসদ আসাদুজ্জামান নূরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগে এখনো যুদ্ধাপরাধীর সন্তান রয়েছে, এটি লজ্জার বিষয়। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর লাউঞ্জে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শহীদ পরিবারের সন্তানদের উদ্দেশে মন্ত্রী এই কথা বলেন।

এর আগে ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে নামেন আ ক ম মোজাম্মেল হক। তাঁর সঙ্গে ছিলেন নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। বিমানবন্দরে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলীম, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ।

স্থানীয় নেতারা মন্ত্রীকে জানান, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন দিলনেওয়াজ খান। তাঁর বাবা নঈম খান রাজাকার ছিলেন বলে অভিযোগ। গত ২৬ আগস্ট সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ সভায় দিলনেওয়াজ খানকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বহিষ্কারাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ এখন পর্যন্ত কার্যকর করেনি। এ নিয়ে সৈয়দপুরে আওয়ামী লীগ বিভিন্ন রকম কর্মসূচিও পালন করে আসছে।

এসব অভিযোগ শুনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। তিনি নিজে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে নীলফামারীর উদ্দেশে তিনি সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করেন।