আ.লীগের প্রার্থী বাছাইয়ের তালিকায় নেই বর্তমান মেয়র

কশিরুল আলম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে তিনজনের তালিকা জেলা কমিটিতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার পৌর কমিটির বর্ধিত সভায় কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়।
ওই তালিকায় স্থান পাননি বর্তমান মেয়র কশিরুল আলম। তাঁর অভিযোগ, তাঁকে নির্বাচন থেকে বিরত রাখতে কৌশলে ওই তালিকা তৈরি করা হয়েছে। এ বিষয়ে তিনি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেছেন।
আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বাছাইয়ের জন্য মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক। তিনি জানান, সভায় পৌরসভার সব ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদকসহ পৌর কমিটির ৬৯ সদস্যের মধ্যে ৬২ জন উপস্থিত ছিলেন। দলের গঠনতন্ত্র মোতাবেক বিস্তারিত আলোচনা ও সর্বসম্মত মতামতের ভিত্তিতে তিনজনের তালিকা তৈরি করা হয়েছে।
ওই তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য সেতারা হক ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক। ওই তালিকা জেলা আওয়ামী লীগে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক। তখন তালিকায় বর্তমান মেয়র কশিরুল আলমের নাম না থাকার বিষয়ে ইমদাদুল হক বলেছিলেন, ‘মেয়রের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ, দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপের অনেক অভিযোগ রয়েছে। গঠনতন্ত্রের বাইরে কেউই নন। পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত সদস্যরাই তাঁর নাম বাদ দিয়েছেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’
এদিকে মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কশিরুল আলম তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়ায় জেলা ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেছেন। কশিরুল আলম বলেন, ‘পৌরসভা মেয়র প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গঠনতন্ত্র অমান্য করা হয়েছে। প্যানেলে দেবর-ভাবির জায়গা হয়। অথচ আমি বর্তমান মেয়র। আমারই জায়গা হয় না। আমাকে বঞ্চিত করা হয়েছে।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী মুঠোফোনে বলেন, ‘মেয়র কশিরুল আলম আমার কাছে এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেছেন। আমার মতামতসহ অভিযোগটি আমি কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি।’