আ.লীগের মনোনয়ন নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ওসি আহত

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন নিয়ে বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন। গত শনিবার রাতে পৌর শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে গৌরীপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক মেয়র শফিকুল ইসলাম ওরফে হবির নাম ঘোষণা করা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে শফিকুল ইসলামের সমর্থকেরা গৌরীপুর পৌর শহরে আনন্দ মিছিল বের করেন। একই সময় মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। রাত পৌনে ১০টার দিকে মধ্যবাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ থামাতে গিয়ে থানার ওসি আহত হয়েছেন।

আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত সাদেকুর রহমান বলেন, বিক্ষোভকারীরা মনোনয়নবঞ্চিত কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষের নন। তাঁরা শফিকুল ইসলামের মনোনয়নের বিপক্ষে। ২০১৫ সালের নির্বাচনে শফিকুল ইসলাম ৪ হাজার ভোট পান। অথচ তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন বলে ভুয়া কাগজ দেখিয়ে মনোনয়ন নিয়েছেন। এ কারণে তাঁর মনোনয়ন মেনে নেবেন না আওয়ামী লীগের সমর্থকেরা।

এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। তবে নির্বাচনের পাঁচ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকীর বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে ওসি আঘাত পেয়েছেন। তবে ওসির ওপর কেউ ইচ্ছাকৃতভাবে আঘাত করেছেন কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখান থেকে অন্তত ১৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের নামে মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের কথা আছে। এর আগে ১৭ অক্টোবর গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মাসুদুর রহমান শুভ্রকে হত্যার ঘটনা ঘটে। হত্যা মামলার আসামি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জেলা কারাগারে আছেন।