আ.লীগের হয়ে ১৭ ভোটকেন্দ্র ‘নিয়ন্ত্রণে’ ৯ জনপ্রতিনিধি

পৌরসভা নির্বাচন
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ১৭ ভোটকেন্দ্র ‘নিয়ন্ত্রণে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত চেয়ারম্যান, উপজেলা পরিষদের এক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের গতকাল শুক্রবার অনুষ্ঠিত এক সভায় এই দায়িত্ব দেওয়া হয় বলে আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে।

তবে নির্বাচন কমিশন বলছে, পৌরসভা নির্বাচনে বহিরাগত কোনো ব্যক্তির কেন্দ্র এলাকায় অবস্থানের সুযোগ নেই। এটি হলে তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হবে।

‘ভোটকেন্দ্র নিয়ন্ত্রণের এ দায়িত্ব’ যথাযথভাবে পালনের জন্য এই জনপ্রতিনিধিরা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। আওয়ামী লীগ বলছে, তাদের একক কাউন্সিলর প্রার্থী না থাকায় নিজেদের গন্ডগোলে নৌকার ক্ষতি যেন না হয়, সেটি দেখভালের জন্য চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে একক কাউন্সিলর প্রার্থী দিতে আওয়ামী লীগের জেলা-উপজেলা নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠক করেছিলেন। কিন্তু উপজেলার নেতৃবৃন্দকে তাঁরা একমত করতে পারেননি। তাই কাউন্সিলর পদে নির্বাচন হবে উন্মুক্ত। এ কারণে একাধিক প্রার্থী তাঁদের প্রভাব বিস্তারে শক্তি প্রদর্শন করতে পারেন। যে কারণে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হয়ে তাঁরা ভোটকেন্দ্রবিমুখ হতে পারেন।

কাউন্সিলর প্রার্থীদের নিজেদের মধ্যে গন্ডগোলে যাতে নৌকার প্রার্থীর জয়ের পক্ষে বাধার সৃষ্টি না হয়, সে জন্য চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে।
শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ

ওই জনপ্রতিনিধিদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন। ২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী। ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছলিমপুর ইউপির চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ। ৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি। ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ও ৯ নম্বর ওয়ার্ডে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।

কেন্দ্রের ভেতরে-বাইরে বহিরাগত কেউ যদি অবস্থান নেন, তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুলবুল আহম্মদ, সহকারী রিটার্নিং কর্মকর্তা

দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করে বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন বলেন, যেহেতু নেতৃবৃন্দ দায়িত্ব দিয়েছেন, তাঁদের নির্দেশনা মোতাবেক যথাযথভাবে দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন তাঁরা।

জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, তাঁরা একাধিক বৈঠক করে একক কাউন্সিলর প্রার্থী দিতে পারেননি। উপজেলার নেতৃবৃন্দ এক না হওয়ায় তাঁদের একাধিক প্রার্থী রয়ে গেছে। কাউন্সিলর প্রার্থীদের নিজেদের মধ্যে গন্ডগোলে যাতে নৌকার প্রার্থীর জয়ের পক্ষে বাধার সৃষ্টি না হয়, সে জন্য চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহম্মদ বলেন, কেন্দ্রের ভেতরে-বাইরে বহিরাগত কেউ যদি অবস্থান নেন, তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।