আশুলিয়ায় অবৈধ ৫০০ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে নেওয়া প্রায় ৫০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে নেওয়া প্রায় ৫০০ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিস আজ বুধবার দিনব্যাপী এ পদক্ষেপ নেয়।

তিতাস কর্মকর্তারা জানান, আজ সকাল ১০টা থেকে আশুলিয়ার কাঠগড়ার পাহলোয়ান বাড়ি এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ। অভিযানে তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস–সংযোগের বিষয়টি দেখতে পায় তারা। পরে ওই এলাকার প্রায় দেড় কিলোমিটার অংশে অভিযান চালিয়ে প্রায় ৫০০ অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়। একই স্থানে যেসব বৈধ গ্যাস ব্যবহারকারীর বিল বকেয়া রয়েছে, তাঁদের বিল পরিশোধের সুবিধার্থে একটি অস্থায়ী বুথ স্থাপন করে বকেয়া বিল উত্তোলন করা হয়। অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম।

আশুলিয়ার কাঠগড়ার পাহলোয়ান বাড়ি এলাকার প্রায় দেড় কিলোমিটার অংশে অভিযান চালিয়ে প্রায় ৫০০ অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম প্রথম আলোকে বলেন, একটি অসাধু চক্র তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস–সংযোগ প্রদান করেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে দিনব্যাপী অভিযান চালানো হয়।