আশুলিয়ায় বিধিনিষেধেও পোশাক কারখানা খোলা, গুনতে হলো জরিমানা

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় কঠোর বিধিনিষেধের মধ্যে একটি তৈরি পোশাক কারখানা চালু রাখার অভিযোগ পাওয়া গেছে। বিধিনিষেধ চলাকালে কারখানা চালু রাখার অপরাধে আজ বুধবার বিকেলে ওই কারখানা কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আশুলিয়া-থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হলেও আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় টেক্সট্রিম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানা উৎপাদন অব্যাহত রাখে।

প্রায় ১০০ শ্রমিককে জোর করে কাজ করানোয় একটি সূত্র থেকে ৯৯৯ নম্বরে কল করে কারখানা খোলার বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই কারখানা খোলা পায় পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই কারখানা চালু পাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। পরে বিকেল চারটার দিকে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের বিচারক আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন ওই কারাখানা কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেন। নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কারখানাটি না খুলতে নির্দেশনাও দেওয়া হয়েছে।