আসামি নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাসে আগুন, ৪ পুলিশ সদস্য দগ্ধ

নোয়াখালী জেলার ম্যাপ

নোয়াখালী জেলা কারাগার থেকে একটি মামলার চার আসামিকে লক্ষ্মীপুর নেওয়ার পথে বহনকারী মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে আসামির নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ চার পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন, কনস্টেবল রাকেশ, বেসান্ত ও আনাস। তাঁদের প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় আসামিদের কারও কোনো ক্ষতি হয়নি।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর প্রথম আলোকে বলেন, আজ সকালে জেলা কারাগার থেকে একটি মামলার চার আসামিকে নিয়ে জেলা পুলিশ লাইনসের একদল পুলিশ একটি মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরের দিকে রওনা হয়। বেলা সাড়ে ১১টায় মাইক্রোবাসটি বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ অতিক্রম করার সময় হঠাৎ মাইক্রোবাসের ইঞ্জিনের ওয়্যারিং থেকে আগুন লেগে যায়। এতে চার পুলিশ সদস্যের পোশাকে আগুন ধরে যায়। দ্রুত গাড়ি থামিয়ে তাঁরা নেমে যান। পরে অন্য পুলিশ সদস্য ও আশপাশের লোকজন এসে আগুন নেভান।

এসআই মো. শাহিনুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ চার পুলিশ সদস্য ও চার আসামিকে উদ্ধার করে বেগমগঞ্জ থানায় নেওয়া হয়। এরপর চার পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আগুনে চার পুলিশ সদস্যের শরীরের কিছু অংশ পুড়ে গেছে।