আসামি মিজানুরের ফাঁসি চায় পূজা উদ্‌যাপন পরিষদ

ঢাকার সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন। আজ দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

ঢাকার সাভার উপজেলায় স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে পূজা উদ্‌যাপন পরিষদ। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা সভাপতিত্ব করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক অনির্বাণ কুমার পাল এটি সঞ্চালনা করেন।

বাসুদেব বলেন, হত্যাকাণ্ডটি অত্যন্ত স্পর্শকাতর ও বেদনাদায়ক। তিনি দ্রুত বিচার আইনের মাধ্যমে মিজানের ফাঁসির দাবি জানান।

গত রোববার রাতে সাভারে ভাইয়ের সঙ্গে রিকশায় করে হাসপাতালে যাচ্ছিল নীলা। তাকে ছিনিয়ে নিয়ে মিজানুর ছুরিকাঘাত করে হত্যা করেন। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন নীলার বাবা নারায়ণ রায়।

কর্মসূচি চলাকালে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষ্মী চ্যাটার্জি, সাবেক জেলা সভাপতি দীপক কুমার ঘোষ, উপদেষ্টা তুষার কান্তি সরকার ও শংকর লাল ঘোষ, ঘিওর উপজেলা সভাপতি লিটন কুমার আইচ, নীলার দাদা স্বপন মণ্ডল প্রমুখ।

লক্ষ্মী চ্যাটার্জি বলেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরী নীলাকে নৃশংসভাবে হত্যা করেছে মিজানুর রহমান। এ ঘটনায় মামলা হওয়ার পাঁচ দিন পর মিজানসহ তাঁর মা–বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরী নীলাকে নৃশংসভাবে হত্যা করেছে মিজানুর রহমান।
লক্ষ্মী চ্যাটার্জি, কেন্দ্রীয় সদস্য, পূজা উদ্‌যাপন পরিষদ

মানববন্ধন চলাকালে জানানো হয়, ঢাকার সাভারের দক্ষিণপাড়া এলাকার মিজানুর রহমান (২০) দীর্ঘদিন ধরে নীলাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি মিজানুরের পরিবারকে জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। গত রোববার রাত আটটার দিকে ভাইয়ের সঙ্গে রিকশায় করে হাসপাতালে যাচ্ছিল নীলা। তাকে ছিনিয়ে নিয়ে মিজানুর ছুরিকাঘাত করে হত্যা করেন। এ ঘটনায় সোমবার রাতে সাভার থানায় মিজানুর, তাঁর বাবা আবদুর রহমান (৬০), মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ (৫০) অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন নীলার বাবা নারায়ণ রায়।

শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে দুই সহযোগীসহ মিজানকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে মিজানুরের বাবা আবদুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁদের সাভার থানায় হস্তান্তর করা হয়।