ইউপি চেয়ারম্যান প্রার্থীর ট্রেজারি চালান ফরম ছিনতাইয়ের অভিযোগ

পিরোজপুর জেলার মানচিত্র

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহের ট্রেজারি চালান ফরম ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান উপজেলা জামায়াতে ইসলামীর আমির। তিনি আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় উপজেলার বালিপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার বালিপাড়া ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ। তিনি বালিপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ জন্য আজ মঙ্গলবার সকালে মনোনয়নপত্র সংগ্রহের জন্য সোনালী ব্যাংকের ইন্দুরকানি শাখায় সাড়ে পাঁচ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেন। এরপর দুপুর ১২টার দিকে হাবিবুর রহমানের শ্যালক আবুল কালাম গাজী ট্রেজারি চালান ফরম নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা পরিষদের প্রাঙ্গণে বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন বয়াতির অনুসারীরা চালান ফরম ছিনিয়ে নেন।

ইন্দুরকানি উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান ট্রেজারি চালান ফরম নিয়ে বালিপাড়া ইউপি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা পরিষদের প্রাঙ্গণে দুর্বত্তরা তাঁর চালান ফরম ছিনিয়ে নেন।

হাবিবুর রহমান আরও বলেন, ‘আমি যেন মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারি, সে জন্য উপজেলা নির্বাচন অফিসের সামনে বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি ছাত্রলীগ ও কতিপয় বখাটে দিয়ে পাহারা বসিয়েছেন। ১৮ মার্চ পর্যন্ত পাহারা দেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে জামায়াত নেতার অভিযোগ সত্য নয়। জামায়াতের কাজ সব সময় অপপ্রচার ও গুজব সৃষ্টি করা। আগামী ইউপি নির্বাচনকে বিতর্কিত করতে চান তিনি।

মুঠোফোনে জানতে চাইলে বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঢাকায় আছি। হাবিবুর রহমানের অভিযোগ সঠিক নয়।’

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, এ রকম কোনো খবর তিনি পাননি।