ইউপি চেয়ারম্যানের ওপর কাদের মির্জার অনুসারীদের ‘হামলার’ প্রতিবাদে সড়ক অবরোধ

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সালেহ আহমেদের নেতৃত্বে স্থানীয় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের ‘হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সালেহ আহমেদের নেতৃত্বে স্থানীয় পেশকারহাট রাস্তার মাথা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে পেশকারহাট চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে হামলার ঘটনায় মামলা নেওয়া ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পেশকার রাস্তা বাজারে চেয়ারম্যানের সমর্থকেরা সড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউপির চেয়ারম্যান হানিফ সবুজ (৫০) ও ইউপি সদস্য শেখ ফরিদ ওরফে খোকনের (৪৫) ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হানিফ সবুজের অভিযোগ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ফখরুল ইসলাম ওরফে সবুজসহ একদল সন্ত্রাসী তাঁর ওপর এ হামলা চালিয়েছেন। হামলায় তাঁর ডান পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে।

তবে কাদের মির্জা এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ঘটনার দিন প্রথম আলোকে বলেছিলেন, স্থানীয় একটি বিরোধ নিয়ে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে বলে তিনি শুনেছেন। যাঁরা হামলা করেছেন, তাঁরা কেউই তাঁর অনুসারী নন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন

এদিকে হামলার প্রতিবাদে গতকাল রাতে প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান চেয়ারম্যানের সমর্থক ও অনুসারীরা। সমাবেশে বক্তব্য দেন চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জামাল উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দিদার হোসেন ওরফে সৌরভ, উপজেলা যুবলীগের সদস্য রবিউল আউয়াল ওরফে সোহেল প্রমুখ।

সমাবেশ শেষে চেয়ারম্যানের সমর্থক ও অনুসারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তবে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে গতকাল রাতে চেয়ারম্যানের অনুসারীরা পেশকারহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিল। খবর পেয়ে তিনিসহ থানা-পুলিশের একটি দল তাদের বুঝিয়ে শান্ত করেছে। হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার চেয়ারম্যানের বাবা আনিসল হক বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে আজ বুধবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।