ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার হলেন গৃহবধূ

ধর্ষণ
প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদেরের বিরুদ্ধে এক গৃহবধূকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী নারী সদর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর সাংসারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর ঝগড়া হয়। এ ঘটনায় বিচার চাইতে পরের দিন বেলা তিনটার দিকে ওই নারী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদেরের কাছে যান। এ সময় সব শুনে সন্ধ্যা হওয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয় বন্ধ করার কথা বলে ঘটনার মীমাংসার জন্য ওই নারীকে ইউপি চেয়ারম্যান নিজের বাড়িতে নিয়ে যান। এ সময় বাড়িতে আর কেউ ছিল না। রাতে ওই বাড়িতে ইউপি চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী নারী সদর থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী নারীর স্বামী প্রথম আলোকে বলেন, মামলা তুলে নিতে ইউপি চেয়ারম্যানের লোকজন চাপ দিচ্ছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আজ শনিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান আবদুল কাদেরের মুঠোফোন নম্বরে একাধিকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, গতকাল রাতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওই নারী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ওই রাতেই জেলা সদর হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।