ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে হামলার সময় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় তুচ্ছ ঘটনায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই নারীসহ পরিবারটির অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে শিবপুরের পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকার মকবুল হোসেন ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মকবুল হোসেন ভূঁইয়া (৫৮), তাঁর স্ত্রী রিনা বেগম (৪৫), মেয়ে আফরোজা বেগম (২২), ছেলে রাজিব ভূঁইয়া (২৮), শরীফ ভূঁইয়া (১৮) ও রবিন ভূঁইয়া (৩৩)।

এ ঘটনায় গতকাল রাতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে শিবপুর থানায় একটি লিখিতে অভিযোগ করেছেন মকবুল হোসেন ভূঁইয়া। অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন শিবপুরের পুটিয়া ইউপির চেয়ারম্যান খন্দকার হাসানুল হক (৪৫), শাহীন খন্দকার (৩৫), রহমত উল্লাহ খন্দকার (৪০), শাকিল খন্দকার (৩২), সাইফুল খন্দকার (৩৫), রোপক খন্দকার (২৮), জিলন ভূঁইয়া (২৫), জুয়েল মিয়া (২৫), তোফাজ্জল ফকির (৩০) ও খন্দকার বেদন (৬০)। তাঁরা সবাই চেয়ারম্যানের স্বজন ও রাজনৈতিক কর্মী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে মকবুল হোসেন ভূঁইয়ার সঙ্গে চেয়ারম্যান খন্দকার হাসানুল হকের বিরোধ দীর্ঘদিনের। গতকাল বিকেলে আসরের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জেরে বিকেল সাড়ে ৫টার দিকে চেয়ারম্যানের নেতৃত্বে ৩০–৩৫ জন লোক দা, লাঠি, ছোরা, চাপাতি ও লোহার রড নিয়ে তাঁর বাড়িতে হামলায় চালান। এ সময় তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি ও এলোপাতাড়ি মারধর করা হয়েছে।

মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘হামলার সময় তারা আমার স্ত্রীকে লাঞ্ছিত করে। আমার মেয়ের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন তারা নিয়ে যায়। আমার বাড়ির গেট ভাঙচুরসহ ঘরে থাকা জমি বিক্রির নগদ ২ লাখ ৩৫ হাজার টাকাও তারা নিয়ে গেছে। চলে যাওয়ার সময় খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে এবং সৈয়দনগর বাসস্ট্যান্ডে থাকা আমাদের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। আমি এই হামলার ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে পুটিয়া ইউপির চেয়ারম্যান খন্দকার হাসানুল হক বলেন, গতকাল বিকেলে তিনি সৈয়দনগর বাজারে গিয়েছিলেন। ওই সময় তাঁকে ও তাঁর পরিবার নিয়ে মকবুল হোসেন ভূঁইয়া নামের এক লোক অযথাই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। কেন গালিগালাজ করা হচ্ছে, জানতে চাইলে তাঁর কর্মী রহমত উল্লাহর ওপর চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। তিনিই নিজেদের মোটরসাইকেলে আগুন লাগিয়ে তাঁদের দোষারোপ করেন।

হামলার ঘটনায় মকবুল হোসেন ভূঁইয়া অভিযোগ দিয়েছেন বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া। তিনি বলেন, পুটিয়া ইউপি চেয়ারম্যানসহ ৩০–৩৫ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।