ইউপি নির্বাচন ঘিরে খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া উপজেলায় ইয়াসিন শেখ (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দনীমহল গাজীপাড়া গ্রামে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিন শেখ দিঘলিয়া উপজেলার চন্দনীমহল উত্তর মোল্লাপাড়া গ্রামের নিজাম শেখের ছেলে।

নিহত ব্যক্তির পরিবারের দাবি, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। ইয়াসিন সেনহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ মোল্লার চাচাতো ভাই এবং ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারহানা হালিমের সমর্থক। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চন্দনীমহল গাজীপাড়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে ইয়াসিন শেখকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। নিহত ইয়াসিন তাঁর মামার বাড়ি গাজীপাড়া থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে দুর্বৃত্তরা পেছন দিক থেকে ধাওয়া দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তাঁর আত্মীয়স্বজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনো মামলা হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।