ইউপি নির্বাচনে আ.লীগের তৃণমূলের মনোনয়নে অনিয়মের অভিযোগ

নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের মনোনয়নে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. কামাল হোসেন। আজ মঙ্গলবার দুপুরে গজারিয়া ইউনিয়নের তালতলি বাজারে
প্রথম আলো

নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে বর্তমান চেয়ারম্যানকে পুনরায় মনোনয়ন দিতে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. কামাল হোসেন

চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মো. কামাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বর্তমান কমিটির কার্যকরী সদস্য। অন্যদিকে ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের নাম বদরুজ্জামান ভূঁইয়া। তিনি গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এ সময় লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে বর্ধিত সভার আয়োজন করতে হয়। এর আগে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে চিঠির মাধ্যমে ওই বর্ধিত সভায় অংশগ্রহণ করতে বলা হয়। অথচ উপজেলা আওয়ামী লীগ আমাদের কাউকে কিছু না জানিয়ে নিয়মবহির্ভূতভাবে একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছে। স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে পকেট কমিটির মাধ্যমে স্বজনপ্রীতি করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যানের নাম চূড়ান্ত করেছে তারা। গত নির্বাচনেও একক সিদ্ধান্তে মনোনয়ন পেয়েছিলেন তিনি। আমি একজন প্রার্থী হিসেবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে পকেট কমিটির মাধ্যমে স্বজনপ্রীতি করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যানের নাম চূড়ান্ত করেছে তারা। গত নির্বাচনেও একক সিদ্ধান্তে মনোনয়ন পেয়েছিলেন তিনি। আমি একজন প্রার্থী হিসেবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মো. কামাল হোসেন, গজারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী

কামাল হোসেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তৃণমূলে প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করে যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দিন।’ তিনি আরও বলেন, ‘এক বছর ধরে করোনার সময় ৯টি ওয়ার্ডের প্রত্যেক অসহায় মানুষকে খুঁজে বের করে ত্রাণসামগ্রী বিতরণসহ নানাভাবে তাঁদের পাশে থেকেছি, তাঁদের ভালোবাসা অর্জন করেছি। গজারিয়া ইউনিয়নবাসী আমাকে সুখ-দুঃখের সাথি হিসেবে পেতে চান।’

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা জানান, সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী ও নেতা-কর্মীদের মতামতের ওপর ভিত্তি করে চেয়ারম্যান প্রার্থীদের নামের প্রস্তাব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। গজারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার আগ্রহের বিষয়ে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদককে কিছুই জানাননি কামাল হোসেন।