ইকোপার্কে পাখিদের জন্য ভালোবাসার নীড়

সিলেট নগরের টিলাগড় ইকোপার্কে পাখির নিরাপদ আবাসের জন্য নীড় স্থাপন করছেন বন্ধুসভার এক সদস্য। আজ বৃহস্পতিবার বিকেলে
ছবি: আনিস মাহমুদ

বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে পাখিদের জন্য মাটির হাঁড়ি বেঁধে নিরাপদ আবাস তৈরি করে দিয়েছেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলির টিলাগড় এলাকার ইকোপার্কে পাখিদের প্রতি ভালোবাসা দেখিয়ে এ আবাস তৈরি করে দেওয়া হয়েছে।

বেলা দুইটায় কর্মসূচি শুরু হয়। ইকোপার্কের বিভিন্ন গাছে মাটির হাঁড়ি বেঁধে দেন বন্ধুসভার সদস্যরা। মোট ২২টি হাঁড়ি বাঁধা হয়। সিলেট বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম জানান, গত বছরের ৪ নভেম্বর ছিল প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর অংশ হিসেবে ভালোবাসা দিবস সামনে রেখে পাখিদের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ গাছে হাঁড়ি বেঁধে নিরাপদ আবাস তৈরি করে দেওয়া হয়েছে। বন্ধুসভার এ কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে সিলেট বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম, সহসভাপতি সুশীল সিংহ, সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর শ্যাম, সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন, উপসাংগঠনিক সম্পাদক মিহরাব আহমেদ চৌধুরী, সাহিত্য সম্পাদক হিমাদ্রি শর্মা, অর্থ সম্পাদক অনিক চন্দ্র পাল, পাঠাগার সম্পাদক দৃষ্টি রানী বর্মণ, দপ্তর সম্পাদক দেবদুলাল রায়, ক্রীড়াবিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক অসীম চন্দ্র দাস, মনি রহমান, রাহুল রাজনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।