ইছামতী বিলে অতিথি পাখিশিকারিদের বিরুদ্ধে অভিযান

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইছামতী বিলে অতিথি পাখিশিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে বিলের হলদাহ ও কামারগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনিসুজ্জামান বলেন, অতিথি পাখি ধরার জন্য জাল দিয়ে ফাঁদ পাতা হয়েছিল। পাখি ধরার জন্য পেতে রাখা সব জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। ফাঁদে ২০-২৫টি পাখি জড়িয়ে ছিল, তা অবমুক্ত করা হয়েছে। বিলের মাঝে পাখিশিকারিদের অস্থায়ী নিবাস টংঘর ধ্বংস করা হয়েছে। অভিযান চালানোর সময় ট্রলারের শব্দে পাখিশিকারিরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, শীত মৌসুমে নানা প্রজাতির অসংখ্য অতিথি পাখি ইছামতী বিলে আসে। পাখিশিকারিরা নানা কৌশলে পাখিগুলো ধরেন। তাঁদের প্রতিহত করতে পারলে পাখিদের অভয়ারণ্য হতে পারে বিলটি। এতে হাজার হাজার পাখি আসবে এই বিলে। ইতিমধ্যে বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে।