ইটনায় নদীতে নিখোঁজের চার দিন পর লঞ্চশ্রমিকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় চার দিন আগে যাত্রীবাহী লঞ্চ থেকে ঘোড়াউত্রা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন হৃদয় মিয়া (১৮) নামের এক লঞ্চশ্রমিক। আজ সোমবার জেলেদের দিয়ে জাল ফেলে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে ইটনা উপজেলার এলংজুরী বাজারসংলগ্ন শ্মশানঘাট এলাকার ঘোড়াউত্রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার সকালে এমভি শামীম নামে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে হৃদয় পা পিছলে এলংজুরী বাজারসংলগ্ন শ্মশানঘাট এলাকার ঘোড়াউত্রা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। তিনি হবিগঞ্জের যাত্রাবড়বাড়ি এলাকার আবদুল আউয়ালের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, গত ২৯ ডিসেম্বর এমভি শামীম যাত্রীবাহী লঞ্চটি ভৈরব থেকে সুনামগঞ্জের সাচনায় যাওয়ার পথে ইটনা উপজেলার এলংজুরী বাজারসংলগ্ন শ্মশানঘাট এলাকায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওই দিন লঞ্চটির ত্রুটি সারাতে না পারায় যাত্রীরা লঞ্চ থেকে নেমে অন্যভাবে নিজ নিজ গন্তব্যে চলে যান। পরে ত্রুটি সারানোর পর গত শুক্রবার সকাল আটটার দিকে লঞ্চটি ভৈরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় লঞ্চের মালামাল ওঠানো–নামানো করার শ্রমিক হৃদয় সিঁড়িতে পা পিছলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও গত চার দিনে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলে নৌকা নিয়ে ঘটনাস্থলের কাছ থেকে জাল ফেলে তাঁর লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।