ইটনায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ ৯ মাস বয়সী শিশুর লাশ প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার এলংজুড়ি বাজার ঘাটের অদূরে ধনু নদে ভাসমান অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।

মৃত শিশু রহমতুল্লাহ উপজেলা সদরের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে নৌকাডুবিতে নিখোঁজ মহল বেগম ওরফে বকুলা বেগমের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হলো।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা জানান, ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ওই শিশুর লাশ উদ্ধার করে।

গতকাল সকাল সাড়ে আটটার দিকে মিঠামইন উপজেলার ঢাকি এলাকা থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা ৮–১০ জন যাত্রী নিয়ে করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। পথে ইটনা উপজেলার এলংজুড়ি বাজারঘাট এলাকায় মোড় নিতে গিয়ে কাত হয়ে নৌকাটি ধনু নদে ডুবে যায়। এ সময় অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এক নারী ও এক শিশু নিখোঁজ ছিল। ঘটনার প্রায় ঘণ্টাখানেক পর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ওই নারীর লাশ উদ্ধার করতে পারলেও ৯ মাস বয়সী শিশু রহমতুল্লাহ নিখোঁজ ছিল। আজ সকালে তার লাশ করা হয়।