ইটভাঙার যানটি উল্টে পড়ল পথচারীদের ওপর, নিহত ১

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সড়কের পাশে গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে গল্প করছিলেন ইজহারুল ইসলাম ও তাঁর দুই বন্ধু। এ সময় ইটভাঙার তিন চাকার একটি যান দ্রুতগতিতে এসে উল্টে পড়ে তাঁদের ওপর। ঘটনাস্থলেই ইজহারুল ইসলাম (৪৮) মারা যান। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সকাল ছয়টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইজারুল মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্যাজাল পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে উপজেলার বল্লভপুর গ্রামের দিক থেকে ইটভাঙার একটি গাড়ি মোড় নিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের নিচে তিন ব্যক্তির ওপর উল্টে যায়। ঘটনাস্থলে একজন গুরুতর এবং অন্য দুজন সামান্য আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক আজ সকাল পৌনে সাতটার দিকে ইজারুলকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাশেম এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ইটভাঙা যানের চালক ও মালিককে আটকের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।