ইটভাটায় কাদা তৈরির যন্ত্রে ধাক্কা লেগে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ইটভাটায় কাজ করার সময় কাদা তৈরির যন্ত্রে (মেশিনে) ধাক্কা লেগে শুকুর আলী (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কুমপুকুরী এলাকার এসএসবি নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত শুকুর আলী একই উপজেলার পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা-বাগানিয়াপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে।

এসএসবি ইটভাটার ব্যবস্থাপক রশিদুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ইটভাটায় ইট তৈরির জন্য মেশিনে কাদা (মণ্ড) তৈরি করছিলেন শ্রমিকেরা। এ সময় শুকুর আলী মাটির ঢিবির ওপর উঠে কোদাল দিয়ে মাটি কেটে নিচে দিচ্ছিলেন। হঠৎই ঢিবির ওপর থেকে মাটির কিছু শক্ত অংশ ভেঙে শুকুর আলীর পায়ের ওপর পড়ে। এ সময় তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে থাকা কাদা (মণ্ড) তৈরির যন্ত্রে গিয়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

এ সময় অন্যান্য শ্রমিকেরা শুকুর আলীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানিয়া ইসলাম বলেন, ইটভাটাটির ওই শ্রমিককে তাঁরা মৃত অবস্থায় পেয়েছেন। এ সময় তাঁর নাক-মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনা বের হচ্ছিল। বুকে আঘাত পাওয়ার কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ভাটাশ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।