ইয়াবা উদ্ধারে গিয়ে পাওয়া গেল বিদেশি অস্ত্র-গুলি, গৃহবধূ গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে সাবিনা ইয়াসমিন (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের সাতটি গুলি ও এলজির ১৩টি কার্তুজ উদ্ধারের দাবি করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরীর বাসিন্দা মোহাম্মদ সরোয়ারের বসতঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, সাবিনা ইয়াসমিন টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরীর রশিদ আহমদের মেয়ে ও মোহাম্মদ সরোয়ারের স্ত্রী। ইয়াবা বেচাকেনার সঙ্গে তিনি জড়িত। ইয়াবা উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল বিদেশি অস্ত্র ও গুলি।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, পুলিশের কাছে তথ্য ছিল ওই নারী ইয়াবা বেচাকেনা করছেন। সেই সূত্র ধরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং অস্ত্র-গুলি জব্দ করে। এ ঘটনায় মামলা হবে। আজ মঙ্গলবার তাঁকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।