ইলিশ রক্ষার অভিযানে গিয়ে ইউএনও অবরুদ্ধ

মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে অবরুদ্ধ ও হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা। রোববার বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।

ইউএনও আতিকুল ইসলাম বলেন, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জেসমিন বেগম ও কয়েকজন পুলিশ সদস্য নিয়ে তিনি রোববার দুপুর থেকে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর নুনেরটেক থেকে শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ পর্যন্ত অভিযান শুরু করেন। জেলেরা মৎস্য আইন অমান্য করে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করার সময় তিনি প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেন। সেই সঙ্গে নদী থেকে হাতেনাতে তিনজন জেলেকে আটক করে প্রত্যেককে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। এ খবর মেঘনার পাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ায় স্থানীয় নারী-পুরুষেরা একত্র হয়ে টেঁটা, বল্লম ও ইটপাটকেল নিয়ে তাঁদের অবরোধ করেন এবং তাঁদের ওপর হামলা করেন। পরে কৌশলে তাঁরা স্পিডবোটে উঠে ঘটনাস্থল থেকে চলে আসেন।

ইউএনও আরও বলেন, ‘যেভাবে নারী-পুরুষেরা একত্র হয়ে হামলা শুরু করেছিল, এতে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। হামলায় কেউ আহত হয়নি। তবে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’