ইয়াবা বড়ি, সোনার বারসহ দুজন আটক

মিয়ানমার থেকে পাচারের সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে রোববার সকালে ৩ হাজার ৫০০টি ইয়াবা, ৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটক দুজন হলেন উখিয়ার হলদিয়া পালং এলাকার বাসিন্দা রফিক উদ্দিন (২৪) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চণ্ডী সওদাগর এলাকার বাসিন্দা নারায়ণ বিশ্বাস (৩৩)।

রোববার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়া ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ইয়াবা ও সোনার বার উদ্ধার করেছেন।
এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে ওই সাড়ে ৩ হাজার ইয়াবা, ৫০ লাখ টাকার মূল্যের ৬টি সোনার বারসহ (যার ওজন ৮৫ ভরি) পৃথক ঘটনায় দুজন পাচারকারীকে আটক করে পুলিশ। আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।