ঈদ উপহার পেল বাবুডাইং আলোর পাঠশালার ৩১৮ শিক্ষার্থী

বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।
ছবি: প্রথম আলো

‘বাড়ির কাছে তুমাদের ইসকুল আছে বুইলে সবগুলাকে ইসকুল পাঠাতে পারছি। না হোলিতো সবগুলা গরু-ছাগল চরিয়া বেড়াত। ইসকুল যাইছে, একসঙ্গে মেল্যা জিনিস পাছি। বেশ কটা দিন ভালোই যাইবে। তুমাদের ভালোবাসার ভিতেরই আছি হামরা।’

এই প্রতিক্রিয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামের মিনতি মুরমুর। তাঁর পাঁচ সন্তান বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থী। আজ শুক্রবার বেলা ১১টায় পাঠশালা প্রাঙ্গণে শিক্ষাপ্রতিষ্ঠানটির ৩১৮ শিক্ষার্থীকে ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সামিট গ্রুপের সহায়তায় এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

পাঁচ সন্তানের সবার জন্য ঈদ উপহার পেয়ে খুশি মা মিনতি মুরমু। তিনি বলেন, ‘এই কোরুনার কালে বাহারে যাইতে পারি না গো। কাছে ভিতে কাম কোরি। ইদিকেও বাহারের পাইট (কৃষিমজুর) আসিছে। হামাদের কাম কমি গেইছে। সেই আগঘুন (অগ্রায়ণ) মাসের আগে আর কাম নাই। হামাদের বিটি ছেলার কাম আর কী, ধান বুনি আর ধান কাটি। ধান কুড়িয়া বিড়াই, আলু কুড়িয়া বিড়াই। মেলা বিটা-বিটি, পাঁচটা। সারা বোচ্ছর অভাব লাগি থাকে।’

প্রথম আলো ট্রাস্টের ঈদ উপহারের পাশাপাশি বন্ধুসভার শুভানুধ্যায়ী, মনামিনা কৃষি খামারের ফলচাষি মতিউর রহমান সব শিক্ষার্থী-শিক্ষক ও গ্রামের মোড়লদের জন্য একটি করে মোট ৪০০টি ফুল, ফল ও ঔষধি গাছের চারা উপহার দেন। ফলের মধ্যে কাঠবাদাম, লেবু, জলপাই, আমলকী, বেল, বেদানা, কাঁঠাল, আমড়া ও পেয়ারার চারা। চারা বিতরণে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যরা।

প্রথম আলো ট্রাস্টের উপহার ও বন্ধুসভার পক্ষ থেকে পাওয়া চারা নিয়ে বাড়ি ফিরছে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং এলাকায়।
ছবি: প্রথম আলো

বরেন্দ্রভূমির গহিনে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় ক্ষুদ্র জাতিসত্তার লোকদের শিশু ছাড়াও পদ্মার ভাঙনে নিঃস্ব হয়ে আসা চরাঞ্চলের পরিবারগুলোর শিশুরাও পড়ে। তারা বাবুডাইং লাগোয়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং বনের ধারে বাস করে। এই শিশুদের একজন সপ্তম শ্রেণির সোনিয়া খাতুন। সে বলে, ‘এবার ঈদেও এমন উপহার পাব ভাবিনি। প্রথম আলো ট্রাস্ট আমাদের জন্য ভাবে, ভালোর জন্য অনেক কিছু করছে। তাঁদেরও ভালো হোক। এ বিদ্যালয়ে পড়তে আমারও ভালো লাগে।’

আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই দফায় এসব ত্রাণ বিতরণ করা হয়। গ্রাম্য মোড়ল আতাউর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, প্রথম আলো বন্ধুসভা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম প্রমুখ।

উপহার হিসেবে শিক্ষার্থীদের প্রত্যেকে চার কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, আটা, লবণ, এক লিটার সয়াবিন তেল, একটি নুডলস, সাবান ও মাস্ক পায়।