ঈদের দিন গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

জমিসংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ শেফালিকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার গৃহবধূর নাম শেফালি বেগম (২৭)। তিনি চৈরগাতী গ্রামের হাছান মাহমুদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে হাছান মাহমুদের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই জমির কলাগাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন গৃহবধূ শেফালিকে তুলে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এতে শেফালি অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, নির্যাতনের শিকার ওই নারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।