ঈদের নতুন জামা পেল পথশিশুরা

ফাইল ছবি

ঈদ উপলক্ষে চট্টগ্রাম নগরের চকবাজার ও আশপাশের এলাকায় ৩০০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেছে বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা-ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)। গতকাল শুক্রবার দুপুরে পথশিশুদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

নতুন জামা পেয়ে দারুণ খুশি বিভিন্ন বয়সী পথশিশুরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা সম্ভু দাশ, ইকোর সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী, সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য সাহেদ মুরাদ সাকু, এস এম আবু ইউসুফ সোহেল, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, আবু শাঈদ মাহমুদ রণী, জয়নুদ্দিন জয়, মো সজল মিয়া প্রমুখ।

পথ-শিশুদের মাঝে ঈদের নতুন জামা-কাপড় বিতরণকালে কমান্ডার মোজাফফর আহমদ বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় পথশিশুরা অনেক মানবেতর জীবনযাপন করছে। পথ-শিশুরা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার। ইকোর এই উদ্যোগ তাদের মাঝে ঈদের আনন্দ আনবে।

উল্লেখ্য গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়েও প্রায় ১১ হাজার অসহায়, সুবিধাবঞ্চিত, ভাসমান মানুষের মাঝে রান্না করে খাবার, সুরক্ষাসামগ্রী, খাদ্যসামগ্রী বিতরণ ও ৩০০ পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা তুলে দিয়েছিল ইকো।