ঈশ্বরগঞ্জে বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ-কিশােরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার গালাহার বাসস্ট্যান্ডে মুখােমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটােরিকশাটি
সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গালাহার বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই পরস্পরের আত্মীয়। তাঁরা বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাওন চক্রবর্তী জানান, নিহত দুজনের একজন হালুয়াঘাট উপজেলার গাবরকোনা গ্রামের আবদুস সোবহানের ছেলে সাব্বির হোসেন (১৫), অপরজন নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের আবদুল মজিদের ছেলে শরীফ মিয়া (১৩)। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন নুরুল (৪৫), মাহিন (৮) ও নাসির (৫০)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদীর চালাকচর ইউপি সদস্য মুশফিকুর রহমান মুঠোফোনে বলেন, হতাহত ব্যক্তিরা তাঁর ওয়ার্ডের হাফিজপুর গ্রামের বাসিন্দা ও একে অপরের আত্মীয়। তাঁরা হালুয়াঘাট বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে সবাই মিলে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গালাহার বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজ নামে একটি দ্রুতগামী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করার পাশাপাশি আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠায়।